গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা,আটক ৪

নিউজ ডেস্ক- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আব্দুস সালাম(৪০) নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।

সোমবার(২৭ ডিসেম্বর) এসআই মহরম আলী বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় এই মামলা(মামলা নং-০৬)করেন।মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে ৩০ জনকে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০০/৪০০ জন।বিশেষ ক্ষমতা আইনে করা এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামীরা হচ্ছেন, রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের তোয়ারিছ আলীর পুত্র ফলিক আহমদ(৩০), রনকেলী দিঘীরপার গ্রামের সাদেক আলীর পুত্র মিরন আহমদ(২৮),ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের মস্তুর আলির পুত্র আব্দুর রহিম (৩৮) ও একই গ্রামের শফিক আহমদের পুত্র কামরান আহমদ(২৫) ।

বিষয়টি সিলেট প্রতিদিনকে নিশ্চিত করেছেন,গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ।তিনি বলেন,ময়না তদন্ত শেষে সোমবার (২৭ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সালামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। রাতে তার দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য,রোববার(২৬ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৮টার দিকে ৮ ও ৯ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের লোকজন বৈটিকর বাজারে এসে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে এমরান হোসেনের সমর্থকদের সংঘর্ষ বাধে। পরে পুলিশ টিয়ার সেল ও গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষ চলাকালে বৈটিকর বাজারের একটি রিকশার গ্যারেজের মেকানিক আবদুস সালাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Back to top button