বিয়ানীবাজার সংবাদ

ছাত্রনেতা থেকে জননেতা! (ভিডিওসহ)

বিয়ানীবাজার টাইমস রিপোর্টঃ ছিলেন ছাত্রনেতা, নির্বাচনে জিতে হয়ে গেলেন জননেতা। বলছিলাম বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন ও ১০নং মুড়িয়া ইউনিয়ন থেকে নব নির্বাচিত দুই চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন ও ফরিদ আল মামুনের কথা। ২৬ ডিসেম্বরের নির্বাচনে তার হেভিওয়েট প্রার্থীদের পরাজিত করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

নির্বাচিত হতে নৌকা প্রতিক নিয়ে আমান ৩৪৫৭ টি ভোট পান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতিকের কছির আলী পান ২৮৫০ ভোট। ছিলেন সিলেটে জেলা ছাত্রলীগের নেতা, হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, এখন নির্বাচিত জননেতা। তিনি নির্বাচিত হয়ে এলাকার মানুষের কল্যানে কাজ করবেন জানিয়ে বলেন, মাথিউরা ইউনিয়নের সচেতন ভোটাররা তাকে নির্বাচিত করায় দায়িত্ব অনেকখানি বেড়ে গেছে। তিনি তার সময়ে এলাকায় পরিকল্পিত উন্নয়ন করে মানুষের আস্থাকে ধরে রাখার চেষ্টা করবেন।

একইভাবে ১০নং মুড়িয়া ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ফরিদ আল মামুন ছিলেন সাবেক জেলা ছাত্রশিবিরের সভাপতি, হয়েছেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামের সেক্রটারি, ভোটে জয়ী হয়ে হলেন তিনি জননেতা। নির্বাচিত হতে চশমা প্রতিক নিয়ে তিনি নৌকার প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরকে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ৫৯৭৪, হুমায়ুন পেয়েছেন ৪২১৫ ভোট।

নির্বাচনে জিতে এবার ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, ছাত্ররাজনীতিতে থাকাকালীন সময়ে মানুষের সেবার একটি স্বপ্ন দেখেছিলেন, সেই সুযোগ দিয়েছেন মুড়িয়া ইউনিয়নের মানুষ। তিনি মানুষের তার প্রতি আস্থার প্রতিদান দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।

তারুন্যের স্লোগান নিয়ে নির্বাচনে জিতে আসা এই দুই চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসাবে কতটা সফল হবেন তা সময়ই বলে দিবে।

Back to top button