বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য আমির উদ্দিন আলিওর মেম্বারের ইন্তেকাল

টাইমস প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য প্রবীন মুরব্বী বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সমাজ সেবক আমির উদ্দিন আলিওর মেম্বারের ইন্তাকাল হয়েছে (ইন্নালিল্লাহ…..রাজিউন)। তিনি দীর্ঘ দিন ১১ নং লাউতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

মরহুম আমির উদ্দিন আলিওর মেম্বারের বড় পুত্র ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাবু আহমদ তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান গত কাল সোমবার(২৬ ডিসেম্বর) হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিক্ষা নিরিক্ষার পর জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত। পরে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩ ঘটিকায় তার মৃত্যু হয়।

মরহুম আমির উদ্দিন আলিওর মেম্বারের বড় পুত্র জানান তার ভাই কাতার থেকে দেশে আসার জন্য এখন পথিমধ্যে আছেন। সেজন্য তিনি দেশে পৌছার পর তার জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।

এদিকে মরহুম আলিওর মেম্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী বাংলাদেশ প্রেসিডিয়ামের সদস্য সিলেট ৬ আসনের সাংসদ নুরুল ইসলাম নাহিদ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান।

পূর্ব সিলেটের জনপ্রিয় টাইমস মিডিয়া এক শোক বার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে। বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক তোফায়েল আহমদে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Back to top button