গোলাপগঞ্জ

ব্যালট পেপার চুরির অভিযোগ গোলাপগঞ্জের মেম্বার প্রার্থী কউছরের

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে নিজের পক্ষে ভোটারের সিল মারা ব্যালট পেপার ছিনতাইর অভিযোগ করেছেন এক সদস্য প্রার্থী। তার নাম কউছর মিয়া মালিক। তিনি গোলাপগঞ্জের ১ নম্বর বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও রোববারের ( ২৬ ডিসেম্বর ) নির্বাচনে মোরগা প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। তবে তার প্রতিপক্ষের কুটচাল ও ব্যালট চুরির মাধ্যমে তাকে ৯১ ভোটে পরাজিত দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সোমবার ( ২৭ ডিসেম্বর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কউছর মিয়া মালিক জানান, সুপরিকল্পিতভাবে তার ব্যালট পেপার চুরি করে তাকে পরাজিত করা হয়েছে। তিনি জানান, তার ওয়ার্ডের তিনি বর্তমান মেম্বার। এলাকাবাসীর উন্নয়নে প্রচুর কাজ করেছেন।

রোববারের নির্বাচনে তার কেন্দ্র হেতিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার আগে ভোটারের সিল দেয়া ব্যালট পেপার যখন আলাদা করে রাখা হয় তখন মোরগা প্রতিকের ব্যালটের সংখ্যা দেখা গেছে বেশী। তখন কেন্দ্রের ভেতরে থাকা অনেকেই তাকে কল দিয়ে অভিনন্দন জানান এবং মিস্টি খাওয়ানোর আব্দার করেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। প্রায় পাঁচ মিনিট পর বিদ্যুৎ ফিরে এলে দেখা যায় তার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শামীম আহমদের ব্যালটের সংখ্যা প্রায় সমান হয়ে গেছে। এ অবস্থায় তার অ্যাজেন্ট কামাল উদ্দিন ভোট গণনায় আপত্তি জানান। কিন্তু নির্বাচনী কর্মকর্তা তা না শোনে তড়িগড়ি করে ভোট গণনা শেষ করে শামীমকে ( সিলিং ফ্যান) বিজয়ী ঘোষণা করে দ্রæত কেন্দ্র ত্যাগ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নিয়ম অনুযায়ী রেজাল্ট শিটে অ্যাজেন্টের স্বাক্ষর দেয়ার কথা থাকলেও আমার অ্যাজেন্ট কামাল প্রতিবাদ হিসাবে স্বাক্ষর করেননি। কউছর মিয়া মালিক জানান, এ ব্যাপারে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

তিনি বাঘা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা আমাকে রায় দিয়েছেন। এই রায় কেউ চুরি করে নিতে পারবেনা। আইনী পথেই এই ব্যালট চুরির মোকাবেলা করা হবে।

তিনি সিলেটের গণমাধ্যম কর্মীদের প্রতি তার অভিযোগ তদন্তপূর্বক সত্য মিথ্যা যাচাই করে প্রকাশের আহ্বান জানান।

Back to top button