বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ভোটকেন্দ্রের পাশেই বিরিয়ানির ব্যবস্থা করলেন প্রার্থী!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারের ৫নং কুড়ারবাজার ইউনিয়নের গড়রবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের পাশেই ভোটারদের জন্য বিরিয়ানির আয়োজন চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ভোটারদের অভিযোগ অটোরিকশা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী তুতিউর রহমান তুতা ভোটারদের জন্য এই আয়োজন করেন।
সরেজমিন রবিবার দুপুরে এই কেন্দ্রের পাশেই বিরিয়ানি রান্না চলছে বলে দেখা যায়। এসময় নিজের পরিচয় লুকিয়ে কে এই আয়োজন করছেন জিজ্ঞেস করলে বুকে অটোরিকশা প্রতিক সম্বলিত কার্ড লাগানো এক যুবক বলেন এটা আপনাদের জন্য না। ভোটারদের জন্য।
পরে সাংবাদিক পরিচয় দিলে ওই যুবক কোন কথা না বলে দরজা লাগিয়ে দেন।