বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিবেদকঃ
চতুর্থ ধাপে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দশ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। পুুুুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ভোট কেন্দ্রের বাহিরেও উৎসুক জনতা ভিড় করছেন। রবিবার উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে বলে জানা গেছে। কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর জানা যায়নি। নির্বাচন নিয়ে কোন প্রার্থী অভিযোগ করেননি। নির্বাচনে
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে তৎপর রয়েছে।
জানা গেছে চতুর্থ ধাপে উপজেলার দশ ইউনিয়নের ৯৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে৷ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে ১০ ইউনিয়নে ৪৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।