কি অভিমানে বিয়ানীবাজারে এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা?

নিজস্ব প্রতিবেদকঃ মেয়েকে নিয়ে বাবার ছিল হাজার ও স্বপ্ন। তাকে নিয়ে আশা আর আকাংঙ্খা হৃদয়ে লালন করেছিলেন সেই ১৮ বছর থেকে। তবে বাবার সব স্বপ্ন নিমিষেই বিলীন হয়ে যায় মেয়ের আত্মহননের ঘটনায়।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) আনুমানিক সকাল ১১ ঘটিকায় উপজেলার পৌর এলাকার শ্রীধরা গ্রামের এ আত্নহননের ঘটনা ঘটে। আত্নহননকারি তরুনী ঐ এলাকার ফয়জুল ইসলামের মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সানজিদা ইয়াসমীন শাওন। এ ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আত্মহননকারী তরুণীর স্বজনের মাধ্যমে জানা যায় পরিবারের কারো সাথে তার কোন অভিমান ছিল না। সোমবার শেষ করেছে সে এইচ এস সি পরিক্ষা। খুবই হাসি-খুশি ছিল সে পুরো দিন। তবে কোন অভিমানের কারণে তার এমন আত্মহনন জানেন না পরিবারের কেউই।
পুরো কিংকর্তব্যবিমূড় তরুনীর বাবা জানান, কি কারনে এমন ঘটনা তারা বুজতেই পারছেন না।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তার লাশ ময়না তদন্তের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।