বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচন, আলীনগরে নৌকা-ঘোড়ার তুমুল লড়াই

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর। নির্বাচনকে সামনে রেখে ১নং আলীনগর ইউপিতে ৪ চেয়ারম্যান প্রার্থী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে এই ইউনিয়নে দুই প্রার্থীর মধ্যে উত্তাপ ছড়াচ্ছে। শেষমেষ ভোটেও এই দুই প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাধারন ভোটারদের ধারনা।

এই ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকে আহবাবুর রহমান শিশু, ঘোড়া প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, খেজুর গাছ প্রতিক নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা হোসাইন আহমদ এবং আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরেক স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ চৌধুরী।

নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশু নির্বাচনে জিততে কর্মী-সমর্থক নিয়ে পুরো ইউনিয়ন চষে বেড়াচ্ছেন, ভোটারদের দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বিগত দিনে এই ইউনিয়ন বিভিন্ন কারনে উন্নয়ন বঞ্চিত হয়েছে জানিয়ে নৌকার প্রার্থী আহবাবুর রহমান শিশু বিয়ানীবাজার টাইমসের সাথে আলাপকালে বলেন- নদীভাঙ্গন-রাস্তাসহ অনেক ক্ষেত্রেই এই ইউনিয়ন উন্নয়ন বঞ্চিত হয়েছে, সেই বিবেচনায় ভোটাররা আমাকে নির্বাচিত করবেন।

একইভাবে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন নিজের উন্নয়ন কর্মকান্ড এবং আলীনগর ইউনিয়নে পরিবারের অবদানের কথা তুলে ধরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। তিনি ক্যামেরার সামনে কথা না বললেও মুঠোফোনে জানান, ভোটাররা আগামী ২৬ তারিখ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

আলীনগর ইউনিয়নে সময়ের সাথে সাথে ভোটের মাঠে উত্তেজনা ছড়াচ্ছে দুই প্রার্থীর মধ্যে। একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটাররাও নিজের মতামত প্রকাশে রয়েছেন নিশ্চুপ, এই নিশ্চুপ ভোটাররাই ফলাফলে পার্থক্য গড়ে দিতে পারেন আলীনগর ইউনিয়নে।

Back to top button