বিয়ানীবাজার ইউপি নির্বাচন, মোল্লাপুরে লড়াই হবে চতুর্মুখী

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ প্রতীক বরাদ্ধের পর থেকে শুরু হয়েছে বিয়ানীবাজার উপজেলায় নির্বাচনি প্রচার প্রচারনা। আর তাতেই উপজেলার ৯ নং মুল্লাপুর ইউনিয়নের ৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারনায় সরব হয়ে উঠেছেন। ৯ নং মুল্লাপুর ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করছেন শামিম আহম, বর্তমান চেয়ারম্যান হাজি মোহাম্মদ আব্দুল মান্নান স্বতন্ত্র আনারস মার্কা নিয়ে নির্বাচন করছেন, করিম উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং সেলিম আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এলাকায় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে এই ইউনিয়নের নির্বাচনে ৪ চেয়ারম্যান প্রার্থীদের কাউকেই বাদ দেয়া যাবেনা। সবাই নিজ নিজ এলাকার সমর্থন নিয়ে নির্বাচনে দাড়িয়েছেন, তাই নিজ এলাকা থেকে ভোট পাবেন সবাই। তবে সময়ের সাথে সাথে নৌকার প্রার্থী শামীম আহমদ এবং ঘোড়া প্রতিকের প্রার্থী করিম আহমদের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বর্তমান চেয়ারম্যান আনারস প্রতিকের আব্দুল মন্নান।
এদিকে বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মান্নান নির্বাচনকে সামনে নিয়ে ব্যাস্ত সময় পার করছেন প্রচারনায়। ইউনিয়ন জুড়ে শুরু করেছেন জোরেশোরে প্রচারনা, তিনি বলেন, গতবারের মতো তার এলাকার ভোটাররা আবারো তাকে নির্বাচিত করবেন।
দলীয় নৌকা প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন শামিম আহমদ। সাধারণ মানুষের সেবার মহান ব্রত নিয়ে তিনি নির্বাচন করছেন জানিয়ে তিনি
বলেন, অবহেলিত এই ইউনিয়নের সাধারন মানুষের সেবা করতে তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
একই ইউনিয়নে ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করছেন করিম উদ্দিন। বিয়ানীবাজার টাইমসের সাথে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবেন তিনি, পাশাপাশি গরীব মানুষের দুঃখ-দূর্দশা লাগবে এগিয়ে আসবেন।
এদিকে আবার নানা অঙ্গিকার নিয়ে মোটর সাইকেল মার্কা নিয়ে নির্বাচন করছেন সেলিম আহমদ। তিনিও সাধারণ সেবা করতে চান।