বিয়ানীবাজার সংবাদ

বিভিন্ন আয়োজনে বিয়ানীবাজার সরকারি কলেজে বিজয় দিবস পালন

টাইমস প্রতিবেদকঃ বিজয়ের অর্ধশত বছরে বিয়ানীবাজার সরকারি কলেজেও নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ ডিসেম্বর) দুপুরে কলেজে পুষ্পস্তুবক অর্পণ, আলোচনাসহ নানা আয়োজনে পালন করা হয় বিজয় দিবস।

বিজয়দিবস উপলক্ষে মধ্যাহ্নে কলেজ মিলনায়তনে কলেজ প্রশাসন কর্তৃক আয়োজন করা হয় আলোচনা সভা। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত প্রভাসক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম মল্লিক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রত্যেক শিক্ষার্থীদেরকে বিজয় দিবস সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান রাখতে হবে। ১৬ ডিসেম্বরের তাৎপর্য জানতে হবে। কীভাবে বিজয় এসেছিল তার সঠিক ব্যাখা সবাইকে জানতে হবে। সবার মনে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশ প্রেমকে লালন করতে হবে। নিজেদের মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর করতে হবে।

এসময় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ তারিকুল ইসলামসহ আরও শিক্ষক বৃন্দ।

এ সময় বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন সবাইকে দেশ প্রেমে আরও উদবুদ্ধ হতে হবে। সঠিক ইতিহাস প্রত্যেক শিক্ষার্থীকে জানতে হবে এবং তা হৃদয়ে লালন করতে হবে। এ সময় তারা তাদের বক্তব্যে বিজয় দিবসের নানা ইতিহাস শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন অতিথিরা।

পরে বিকেল সাড়ে ৪ ঘটিকায় কলেজ মাঠে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনলাইনে শপথ গ্রহণ করেন।

Back to top button