ওসমানীনগর

ওসমানীনগরে ৫ জুয়াড়িকে ১ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক- ওসমানীনগরে জুয়ার আসর থেকে ৫ জনকে আটক করে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ এলাকা থেকে থেকে উক্ত ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার দয়ামীর ইউপির রাঘবপুর এলাকার মৃত নুর মিয়ার ছেলে রুবেল (২৭), বিশ্বনাথ উপজেলার পুরান সৎপুর এলাকার কুদ্দুছ মিয়ার ছেলে রাশিদ মিয়া (২৫), লালকৈলাশ এলাকার খুশমত আলীর ছেলে সমরাজ আলী (৪১), মাটিহানি এলাকার আকবর উল্যার ছেলে আনোয়ার আলী (৩৮) একই গ্রামের মৃত বীরেন্দ্র চক্রবর্তীর ছেলে বিষ্ণু চক্রবর্তী (৪৩)।

উপজেলা সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত লালকৈলাশের উমর আলীর ফিসারী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় আরও কয়েকজন পালিয়ে গেলেও উক্ত ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫০০ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ ঘটনার বলেন, আটককৃতদের ১৮৬৭ ইংরেজী আইনের ধারায় প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ওই রাতেই ওসমানীনগর থানা পুলিশের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়।

Back to top button