বিয়ানীবাজার সংবাদ

বিভিন্ন আয়োজনে বিয়ানীবাজারে উদযাপন হবে বিজয় দিবস

টাইমস প্রতিবেদকঃ রাত পোহালেই বিজয় দিবস ১৬ ডিসেম্বর। এই বিজয়ের জন্য ১৯৭১ সালে শহীদ হয়েছিলেন ৩০ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা-বোন হারিয়েছিলেন নিজেদের সম্ভ্রম। কাঙ্খীত এই বিজয়ের জন্য এদেশের বীররা সেদিন সহ্য করেছিলেন অসহনীয় যন্ত্রনা।

সারা দেশের ন্যায় সেই মহান শহীদদের স্মরণ করবে বিয়ানীবাজারবাসী। তার জন্য উপজেলাসহ বিভিন্ন অঙ্গন থেকে করা হচ্ছে নানা আয়োজন। সৃতিসৌধ গুলোকে আলোকসজ্জ্বায় আকর্শনীয় করে তুলা হয়েছে।

বিয়ানীবাজারে আগামী কাল সূর্যদয়র সাথে সাথে শহীদ মিনারে ৫০ বার তোপধ্বনি দেওয়া হবে। এবং ঠিক তার কিছুক্ষণের মধ্যে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তার পর সকালে ৯ ঘটিকার সময় উপজেলা প্রশাসন থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন করা হবে। তার পর পিএচজি মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোবার স্কাউট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের মাধ্যমে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

সকাল ১১ ঘটিকায় পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তি যোদ্ধা এবং শহীদ পরিবারদের সংবর্ধনা এবং জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যাবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যোহরের নামাজের পর বিয়ানীবাজারের সকল মসজিদ, মন্দির, ও গীর্জায় শহীদদের আত্মার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হবে এবং দুপুরে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

Back to top button