কী কারণে মাহিম হত্যাকান্ড, পাওনা টাকা না সিম কার্ড!

নিউজ ডেস্ক- ঘটনা প্রায় তিন মাস পূর্বের। ফোনের সিম কার্ড হারিয়ে গিয়েছিল হত্যাকারী সাব্বিরের। সেই সিম কার্ড রাস্থায় কোথাও কুড়িয়ে পেয়েছে হত্যাকান্ডের শিকার প্রতিবেশী মাহিম। এমনটাই ধারণা ছিল সাব্বির (১৯)’র। এ নিয়ে সাব্বির মাহিমকে বেশ কয়েকবার জিজ্ঞেস করলে প্রতিবারই মাহিম সেটা হেসে হেসে উড়িয়ে দিত। এটা সাব্বির মাহিমের মাকেও বেশ কয়েকবার অবগত করেছিল। তখন মাহিমের মা সাব্বিরকে জানিয়েছিলেন যে ‘তিনি সেটা জানেন না আর মাহিম সেটা পেয়ে থাকলে অবশ্যই সেটা জানাত’।
অর্থাৎ কোন সুরাহাই করতে পারছিল না সাব্বির আর অন্যদিকে ভেতরে ভেতরে মাহিমের প্রতি আক্রোশ বৃদ্ধি পাচ্ছিল। নিখোঁজের আগের দিন সাব্বির মাহিমকে সাব্বিরদের সুপাড়ি গাছ থেকে সুপাড়ি পেড়ে দিতে বলে এবং এটা করলে তাকে ১শ টাকাও প্রদান করবে বলে জানায়। এতে সম্মত হয়ে মাহিম সেটা করে। সুপাড়ি পাড়া শেষ হলে সাব্বির মাহিমকে জানায় সন্ধ্যার দিকে তাকে টাকাটা দিবে। আসরের পরে সাব্বির মাহিমকে জানায় যে এখন টাকা হাতে নেই সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে দিবে।
এরই সূত্রধরে ঘটনার দিন সন্ধ্যায় ১শ’ টাকা দেবার কথা বলে মাহিমকে ডেকে নেয় সাব্বির। এটাই ছিল শেষ যাত্রা। আর বাড়িতে জীবিত ফেরা হয়নি মাহিমের। যদিও সেই সিম কার্ড না কী ওই ১শ টাকার জন্য চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হল মাহিমকে সেটা এখনও অস্পষ্ট পরিবারের কাছে। সরেজমিনে গেলে বারবার মূর্ছা যেতে দেখা যায় মাহিমের মাকে তখন উনার মুখে কেবল মাহিমের হত্যাকারী যেন দৃষ্টান্তমূলক ফাঁসি হয় আর কোন মায়ের বুক যেন এভাবে খালি না হয় সেই দাবিই ছিল মাহিমের মা আর স্বজনদের। যদিও ইতিমধ্যে অভিযুক্ত সাব্বির বক্স (১৯) নিজেকে ওই মামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে নিজেকে অভিযুক্ত করে আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে দাবি পুলিশের। সাব্বিরের বরাতে পুলিশ জানায়, মাহিমের মায়ের কাছে তার এক হাজার টাকা পাওনা ছিল। সেটা সে আদায় করতে পারছিল না।
এটাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে মৃতদেহ বস্থাবন্দি করে মনু নদীতে ফেলে দেয়। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাসিম মাহিম (৮) ও রাহিম আহমদ ফাহিম (৪) দুই ভাইয়ের মধ্যে মাহিম ছিল বড়। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাবার বাড়ি রাজনগর উপজেলার রাজনগর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খারপাড়া গ্রামে। বাবা বদরুল ইসলাম টেংরা বাজারের ব্যবসায়ী। বাবার বাড়িতে বাবা চাচাদের জায়গা সম্পত্তির দ্বনদ্ব থাকায় সে মায়ের সঙ্গে নানার বাড়িতেই থাকত।
স্কুল পাশে থাকায় নানা বাড়ির পাশের গ্রাম পশ্চিম সম্পাশীতে তার খালার বাড়ি ও নানা বাড়ি দু’বাড়িতেই ছিল তার বসবাস। তবে তার মা কলসুমা বেগম ছোট ছেলেকে নিয়ে থাকতেন মাহিমের নানা বাড়িতে। ওই দিন সন্ধ্যায় মায়ের দেয়া বিস্কুট ও খাবার খেয়ে সে নানা বাড়ি থেকে বের হয়। যাওয়ার সময় সে বলে যায় বাড়ির পাশে সাব্বির ব্যাডমিন্টন খেলার স্থানে তাকে ডেকেছে, সে নাকি তাকে ১শ’ টাকা দেবে। এরপর সন্ধ্যা থেকে রাত ৯টা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ শুরু হয়। প্রতিবেশী সাব্বিরের বাড়িতেও একাধিকবার যোগাযোগ করেও মাহিমের সন্ধান পায়নি পরিবার। উপায়ান্তু না পেয়ে পরের তিন সকাল ১০ টায় থানায় জিডি করা হয়। অত:পর নিখোঁজের একদিন পর হাত, পা ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় বাড়ির অদূরে মনু নদীতে পাওয়া যায় মাহিমের বস্থাবন্দি লাশ। নির্মম এ হত্যাকান্ডি প্রতিবেশীসহ স্বজনদের করেছে নির্বাক। তাদের দাবি কি ছিল ওই সিম কার্ডে? একটি সিম কার্ডের জন্য এমন নির্মমতা?
এই হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তির চান এলাকাবাসী। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, নিহত আব্দুল হাসিম মাহিম’র বাবা বদরুল ইসলাম (৪২) বাদী হয়ে এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ওইদিন ঘটনার সাথে সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। তখন অভিযুক্ত সাব্বির বক্স (১৯) নিজেকে ওই মামলার ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে নিজেকে অভিযুক্ত করে আদালতে ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তিনি আরো জানান,মাহিমের মায়ের কাছে এক হাজার টাকা পাওনা ছিল। সেটা সে আদায় করতে পারছিলো না।
এটাকে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে হাত-পা বেঁধে মৃতদেহ বস্থাবন্দি করে মনু নদীতে ফেলে দেয়। তাই অন্যদের ছেড়ে দেয়া হয়েছে। অভিযুক্তের দেয়া তথ্য মোতাবেক হত্যাকান্ডের ব্যবহৃত রশির অবশিষ্ট অংশ ও মাহিমের ব্যবহৃত সেন্ডেল উদ্ধার করা হয়েছে। তবে এখনও তদন্তের কাজ চলছে বলে উল্লেখ্য করেন এই কর্মকর্তা।