বিজয়ের মাসে পেশা বদল করে চাচা বাতিজা জাতীয় পতাকা বিক্রি করেন!

নিউজ ডেস্ক- আগে শহরের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বিছানা চাদর, কাপড় চোপড়সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করতেন চাচা ভাতিজা। বিজয়ের মাসে পেশা বদলালেন দুজন। এখন দুজন পতাকা বিক্রি করেন। প্রতিদিন তাদের হাতে শোভা পায় বিভিন্ন আকারের জাতীয় পতাকা। বাতাসে দুলে ওঠা এসব পতাকা হেঁটে হেঁটে বিক্রি করেন শহরের অলিগলিতে।
রোববার (১২ ডিসেম্বর) শহরের প্রেসক্লাব মোড়ে দেখা হয় দুজনের সাথে। জানালেন, তাদের বাড়ি মাদারীপুর। জীবন জীবিকার কারণে মাসখানেক আগে এই মৌলভীবাজারে এসেছেন দুজন।
চাচার নাম আবুল হোসেন সিকদার (৫০) ও ভাতিজা মো. ফরহাদ সিকদার (৩৫)। দুজন এখানে আসার পর কয়েকদিন বিছানা চাদর, কাপড় চোপড়সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করলেও তাদের পুষতো না। তাই বিজয়ের মাসকে উপলক্ষ করে পেশা বদল করেছেন। এখন শহরে ঘুরে ঘুরে জাতীয় পতাকা, মাথার ব্যাজ, হাতের ব্যাজ, স্টিকার, মনোগ্রাম ইত্যাদি বিক্রি করে থাকেন।
দুজন জানালেন, প্রতিদিন হাজার থেকে দেড় হাজার টাকা বিক্রি করেন থাকেন। তাতে মুনাফা অর্ধেক হয়ে থাকে। এতে করেই তাদের পরিবারের প্রতিদিনের খরচ চলে। এছাড়া দেশের পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি করে নিজেদেরকে গর্বিত ও তৃপ্ত মনে করেন দুজন।