কানাইঘাট

কানাইঘাটে ৬৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন

নিউজ ডেস্ক- আগামী ৫ জানুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে কানাইঘাটে চেয়ারম্যান পদে মোট ৬৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। শনিবার (১১ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও ২০ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে এবং ৫ জানুয়ারি উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানা যায়, ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিন, আওয়ামী লীগ মনোনীত তমিজ উদ্দিন, জাতীয় পার্টি মনোনীত আব্বাস উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত কামাল হোসেন কামিল, স্বতন্ত্র প্রার্থী আনিছ উদ্দিন, ফয়সল আলম, ইবজালুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, জাতীয়পার্টি মনোনীত আব্দুর রহিম, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত জামাল উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

৩নং দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আলী হোসেন কাজল, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, আব্দুল বাছিত, প্রবাসী নিজাম আহমদ চৌধুরী।

৪নং সাতবাঁক ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল মন্নান, ইসলামী আন্দোলন মনোনীত আলমাছ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আবু তাইয়ীব, আব্দুন নুর, জাহাঙ্গীর আলম।

৫নং বড়চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন, আওয়ামী লীগ মনোনীত সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক চৌধুরী।

৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান মামুন রশিদ, আওয়ামী লীগ মনোনীত আফসার উদ্দিন আহমদ চৌধুরী, ইসলামী আন্দোলন মনোনীত মোহাম্মদ নুরুল আমিন,স্বতন্ত্র প্রার্থী শামছ উদ্দিন, মিনহাজুল আলম সরওয়ার, আবুল কালাম, এনামুল হক, সামছুল ইসলাম, মনজুর আলম, জার উল্লাহ।

৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মাসুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন, বাবুল রানা চৌধুরী, জাহাঙ্গীর মাহমুদ, লোকমান উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুল মালিক খান, নাসির উদ্দিন সাদিক, আখলাকুল আম্বিয়া।

৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত সায়েম আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত আব্দুল আজিজ, জাতীয় পার্টি মনোনীত নুরুল আমিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান, আবু বক্কর, কবির আহমদ, শরীফ আহমদ, হুমায়ুন আজাদ, সালেহ আহমদ, ফয়জুল বাছিত।

৯নং রাজাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত বিলাল আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত শামছুল ইসলাম, ইসলামী আন্দোলন মনোনীত ফয়জুল হাসান, খেলাফত মজলিস মনোনীত আমীমুল ইসলাম শামীম, স্বতন্ত্রপ্রার্থী আলী আকবর চৌধুরী, আব্দুল হালিম সাগর, মানিক মিয়া, লুৎফুর রহমান চৌধুরী, এরশাদ আলী, আমিন উদ্দিন, মখলিছ আহমদ, তারেক হাসান, ছালেহ আহমদ, সোহেল রানা, বাহার উদ্দিন, হাবিব আহমদ মাসুম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Back to top button