বিয়ানীবাজার সংবাদ

৭ নং মাথিউরা ইউনিয়নে ময়নুল ইসলাম বাবুলের মোটর সাইকেল প্রতীকের সমর্থনে জনসভা অনুষ্ঠিত

টাইমস প্রতিবেদকঃ আগামী ২৬ ডিসেম্বর বিয়ানীবাজার উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আর তাতেই নানা অঙ্গীকার নিয়ে নির্বাচনি প্রচারনা শুরু করেছেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় ৭ নং মাথিউরা ইউনিয়নের ময়নুল ইসলাম বাবুল মোটর সাইকেল প্রতীক নিয়ে শুরু করেছেন জোড়সুর প্রচারনা।

শুক্রবার সন্ধ্যার পর মাথিউরা ইউনিয়নের নবাং সুতারখান্দিতে তরুণ সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কনই মিয়ার সভাপতিত্বে ময়নুল ইসলাম বাবুলের সমর্থনে বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে৷

উক্ত সভায় মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম বাবুল বলেন তিনি নির্বাচিত হলে মাথিউরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবেন। আরও নানা উন্নয়নের অঙ্গিকারে তিনি আবদ্ধ হন উপস্থিত সবার কাছে। তিনি বলেন বিগত দিনে এই ইউনিয়নে যে কাজ হয় নি তিনি নির্বাচিত হলে সেই কাজ গুলো করবেন।

শুরুতে মাওলানা বিলাল আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরহাদ মোহাম্মদ ও জাকির হুসেন৷

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আতাউর রহমান আতা, আতাউর রহমান চুনু, হাজি সফর উদ্দিন আব্দুল জলিল, ছমির উদ্দিন দুদু, আব্দুল মালিক, আব্দুল মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নজমুল হক, আব্দুর রহিম ও জাহাঙ্গির আলম।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে ময়নুল ইসলাম বাবুলের নানা প্রসংসায় পঞ্চমুখর হয়ে উঠেন৷ এবং একজন সৎ ও ভালো মানুষ হিসেবে ময়নুল ইসলাম বাবুলকে মোটর সাইকেল মার্কায় অতিথিরা উপস্থিত সবার কাছে ভোট প্রত্যাশা করেন৷

পরে সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি করা হয়।

Back to top button