বিয়ানীবাজার সংবাদ

স্বতন্ত্র ও বিদ্রোহী চাপে বিয়ানীবাজারে নৌকার কান্ডারিরা, বিদ্রোহী নির্মূলে মাঠে আওয়ামীলীগ

মহসিন রনি, বিয়ানীবাজার ঃ বিয়ানীবাজার উপজেলায় ১০ টি ইউনিয়নে ইতিমধ্যে প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে সরগরম রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা । বাংলাদেশ আওয়ামী লীগে মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকের পর জনপ্রিয়তায় রয়েছে আনারস ও ঘোড়া প্রতীক।

গত নির্বাচনে উপজেলার ৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের ভরাডুবির পর থেকে এবারের নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ইতিমধ্যে উপজেলার মুড়িয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ছাব্বির উদ্দিন ও হুমায়ুন সাহিদ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে নির্বাচনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবে কারো পৌষ মাস কারো সর্বনাশ গেল নির্বাচনে উপজেলার আলীনগর, তিলপাড়া,কুড়ারবাজার, মোল্লাপুর ও লাউতা ইউনিয়নে নৌকার ভরাডুবি হয় এবারো তিলপাড়া,কুড়ারবাজার ও লাউতা ইউনিয়নে আওয়ামী লীগের পথের কাটা হতে পারে বিদ্রোহী প্রার্থীরা।

৫ নং কুড়ারবাজার ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বাহার উদ্দিনের সাথে তুমুল লড়াই হতে পারে আনারস প্রতীক নিয়ে সতন্ত্র থেকে নির্বাচন করা বিএনপি নেতা বর্তমান চেয়ারম্যান এ এফ আবু তাহেরের তবে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী অটোরিকশা প্রতীকে নির্বাচন করা তুতিউর রহমান তুতা হতে পারেন বাহার উদ্দিনের পথের কাটা ৮ নং তিলপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে নির্বাচন করা এমাদ উদ্দিনকে অগ্নি পরিক্ষা দিতে হবে ঘোড়া প্রতীকে নির্বাচন করা বিদ্রোহী প্রার্থী বিবেকানন্দ দাস ও বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করা বিএনপি নেতা মাহবুবুর রহমানের কাছে।

১১ নং লাউতা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলের সামনে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আনারস প্রতীকে নির্বাচন করা গৌছ উদ্দিন। গেল নির্বাচনে বিদ্রোহী হিসেবে নির্বাচনে জয় লাভ করেন তিনি, এবারো সতন্ত্র থেকে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন সাবেক এই ছাত্রলীগ নেতা। অপর দিকে বাকি সাতটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী না থাকলেও অগ্নি পরিক্ষা দিতে হবে নৌকার প্রার্থীদের।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, আমরা ইতিমধ্যে তিলপাড়া ইউনিয়ন বাদ দিয়ে সব ইউনিয়নেই বিদ্রোহী প্রার্থীদের বুঝিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য এগিয়ে যাচ্ছি। স্বাধীনতার স্বপক্ষের প্রতীক নৌকাকে বিজয়ী করতে আমরা সবাই নির্বাচনের শেষ মুহুর্ত পর্যন্ত মাঠে আছি।

Back to top button