কানাইঘাট

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডাঃ ফয়েজের মনোনয়নপত্র দাখিল

কানাইঘাট প্রতিনিধি ঃ আগামী ৫ জানুয়ারি কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নিবার্চনকে সামনে রেখে

বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা স্ব—স্ব ইউনিয়নের রিটার্নিং কর্মকতার্র বরাবরে
মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার বিকেল ২টায় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গকে
সাথে নিয়ে নিবার্চনী আচরন বিধি মেনে রিটার্নিং কর্মকতার্র বরাবরে মনোনয়ন পত্র
দাখিল করেছেন কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
বর্তমান চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন।

এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কমীর্দের বলেন, টানা১০ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। দলমত নির্বিশেষে

সবাই তাহাকে সহযোগিতা করেছেন। এবারের নিবার্চনে ইউনিয়নের মানুষ তাকে অকুণ্ঠ
সমর্থন সহ সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন ভোট নিয়ে তার ইউনিয়নের সর্বস্তরের
মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

কিন্তু নিবার্চনকে সামনে রেখে তার ইউনিয়নের শান্তিপ্রিয় জনসাধারনের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী নানা ভাবে এখন থেকে আত্মঙ্কছড়িয়ে ভোটের পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছেন। তিনি নিবার্চনী পরিবেশ শান্ত রাখারপাশাপাশি যাতে করে সকল প্রার্থীরা নির্বিঘ্নে তাদের নিবার্চনী প্রচারনা চালাতে পারেন
এজন্য নিবার্চনের সাথে নিবার্চন কমিশন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান
জানিয়েছেন।

সেই সাথে চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমদ সম্প্রতি সিলেট জেলার বিভিন্ন
উপজেলার ইউনিয়ন পরিষদের নিবার্চন অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন
করার জন্য আইন শৃংখলা বাহিনী ও নিবার্চনের সাথে জড়িত কর্মকতার্দের প্রতি সন্তোষ্ট
প্রকাশ করে কানাইঘাটে সেই পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান।

Back to top button