মৌলভীবাজার

শ্রীমঙ্গলে মা-ছেলে হত্যা মামলার বাদীকে খুন করার হুমকি

নিউজ ডেস্ক- শ্রীমঙ্গলে মা ও ছেলেকে হত্যা মামলার আসামিরা জামিনে এসে দ্রুত মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মামলার বাদী।

শ্রীমঙ্গল থানায় মামলার বাদী জাফর আলী জামিনে বের হয়ে আসা আসামি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওমর আলীর স্ত্রী পারভীর বেগম, মৃত আকবর আলীর ছেলে ওমর আলী, আছিদ আলী ও তার স্ত্রী শিউলী বেগমকে আসামি করে তাদের বিরুদ্ধে গত ৩ ডিসেম্বর ওই জেডি করেন।

এতে তিনি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর সকাল ৯টায় উল্লিখিত বিবাদীরা তার বাসায় এসে হত্যা মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

আসামিদের হুমকিতে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান। জাফর আলী বলেন, বিবাদীরা ২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি তার ভাই হাছানকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনার জের ধরে বিবাদীরা ২০১৯ সালের ১৫ নভেম্বর তার মা মায়া বেগমকেও পিটিয়ে গুরুতর আহত করেন এবং পরে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন ২০২০ সালের ১১ জানুয়ারি মারা গেলে আসামিদের বিরুদ্ধে তিনি হত্যা মামলা করেন।

বর্তমানে মামলাটি মৌলভৗবাজার ডিবি ও পিবিআইতে তদন্তাধীন বলে জানান তিনি। এ ব্যাপারে মামলার আসামি সিন্দুরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছিদ আলী হত্যার হুমকি অভিযোগ অস্বীকার করে জানান, আমরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছি। আমাদের জামিন বাতিল করতে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, অভিযোগের বিষয়টি আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Back to top button