বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ১০ ইউনিয়নে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়নের আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৩ জন চেয়ারম্যান, ২৩ জন সাধারন সদস্য এবং ১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার তারা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন।

১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন ৩নং দুবাগ ইউনিয়নে আফজল হোসাইন, ৪নং শেওলা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহার করেন মাহবুব হোসেন ইকবাল, ৫নং কুড়ারবাজার ইউপিতে মনোনয়ন প্রত্যাহার করেন আসলাম আহমদ, মুশফিকুর রহমান, মোঃ ইফতেকার আহমদ টিপু ও মো সাইদূর রহমান, ৭নং মাথিউরা ইউপিতে মনোনয়ন প্রত্যাহার করেন আব্দুল বাছিত, ৮নং তিলপাড়ায় মনোনয়ন প্রত্যাহার করেন জামিল আহমদ, ৯নং মোল্লাপুর ইউনিয়নে মনোনয়ন প্রত্যাহার করেন জিয়াউর রহমান, ১০নং মুড়িয়ায় মনোনয়ন প্রত্যাহার করে নেন মোহাম্মদ অহিদুর রেজা মাছুম, মোহাম্মদ সাব্বির উদ্দিন, মোহাম্মদ নুরুল হক এবং হুমায়ুন কবির শাহিদ।

মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ১০নং মুড়িয়ায় হেভিওয়েট প্রার্থী শাব্বির উদ্দিনসহ দুইজন প্রার্থী নৌকার প্রার্থীকে সমর্থন করে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

মঙ্গলবার থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ হবে বলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জানান।

Back to top button