বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার মুড়িয়ায় নৌকাকে সমর্থন জানিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

নেপথ্যে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার উপজেলার ১০নং মুড়িয়া ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী হুমায়ুন কবিরকে সমর্থন জানিয়ে দুই চেয়ারম্যান প্রার্থী যুক্তরাস্ট্র প্রবাসী শাব্বির উদ্দিন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির শাহিদ মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

নৌকার প্রতি সমর্থন এবং উপজেলা ও ইউনয়নের আওয়ামী লীগের দায়িত্বশীলদের অনুরোধে তারা প্রত্যাহারের শেষ দিন সোমবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা শাব্বির উদ্দিন বলেন, মুড়িয়ার আওয়ামী লীগ পরিবার ঐক্যবদ্ধ। আমি বিগত নির্বাচনে দলের শীর্ষ নেতাদের অনুরোধে মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এবারও করেছি। তবে আগামীতে দলের নেতাকর্মীরা আমাকে সমর্থন জানাবেন। তিনি নৌকাকে বিজয়ী করতে সবার প্রতি কাজ করার আহবান জানান।

এদিকে স্বেচ্চাসেবক লীগ নেতা হুময়ুন কবির শাহিদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে আমরা বিশ্বাসী। নেতাকর্মীদের অনুরোধ উপেক্ষা করতে পারিনী। তিনি নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাগে কাজ করার আহবান জানান।

তাঁদের মনোনয়ন প্রত্যাহারের নেপথ্যে কাজ করেছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক আবুল কাশেম পল্লব বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।

উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী শাব্বির উদ্দিন এবং স্বেচ্চাসেবক লীগ নেতা হুমায়ুন কবির শাহিদ রিটার্নিং কর্মকর্তার কাছে প্রত্যাহার পত্র জমা দেন। এ সময় তাদের সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব।

Back to top button