বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও পরিচালকের চাচাতো ভাইয়ের ইন্তেকাল

টাইমস প্রতিবেদকঃ পূর্ব সিলেটের জনপ্রিয় নিউজ পোর্টাল বিয়ানীবাজার টাইমসের ভারপ্রাপ্ত সম্পাদক ও পরিচালক এবং দৈনিক জালাবাদের বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমেদের চাচাতো ভাই মোঃ নুরুল ইসলাম (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। সোমবার সকাল ১১ ঘটিকায় বারইগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
শুক্রবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক ভাবে তাকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে পরিক্ষা নিরীক্ষা করার পর জানা যায় তার মাথায় প্রচন্ড রক্তকরণ হয়েছে। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়।
রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যাক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী, আত্বিস্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এক শোক বার্তায় টাইমস মিডিয়া পরিবার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।