বড়লেখামৌলভীবাজার

বড়লেখা থেকে দুই সন্তানের জননী নিখোঁজ, খোঁজ পেতে সহযোগীতা কামনা

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজাউলের হরিনগর এলাকার ছালেহা বেগম(৩২) নামের দুই সন্তানের জননী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন। সোমবার(২৯ নভেম্বর) ভোরে তিনি নিখোঁজ হন। নিখোঁজ ছালেহা মানসিক রোগে দীর্ঘদিন থেকে ভূগছিলেন।

তার নিখোঁজের ঘটনায় তার পিতা বড়লেখা থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেছেন। জিডি নং ১২২।

জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ ছালেহা দীর্ঘ দিন থেকে মানসিক রোগে আক্রান্ত। নিখোজের সময় তার পরনে ছিল একটি কালো রঙের বোরকা এবং হাতে ছিল একটি কাপড়ের ব্যাগ। সকাল থেকে তার পরিবার বিভিন্ন সম্ভাব্য জায়গা খোঁজ করেন। অবশেষে না পেয়ে নিখোজ ছালেহা বেগমের বাবা বড়লেখা থানায় একটি সাধার ডায়রি দায়ের করেন।

তার পিতা সবার কাছে সহযোগীতা চেয়ে বলেন কোন হৃদয়বান ব্যক্তি যদি তার নিখোঁজ মেয়ের সন্ধান পান তাহলে নিকটস্থ থানা বা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য আনুরুধ জানান।

যোগাযোগ (নিখোজের পিতা) ০১৭৪৫৭১২৫০৮

Back to top button