মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় ৯ কেন্দ্রে এগিয়ে নৌকার জুয়েল

বড়লেখা:: তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউপির মধ্যে শুধু বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। ওই ইউপির দশটি কেন্দ্রের মধ্যে এখনও পর্যন্ত নয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফল অনুয়ায়ী নয়টি কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছালেহ আহমদ জুয়েল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৪৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি সিরাজ উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪০৫ ভোট।

প্রসঙ্গত, রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। বাকি নয় ইউপিতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ৩৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলার ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬৭৭৮৬। তন্মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৩৯৮৭ ও নারী ভোটার সংখ্যা ৮৩৭৯৯।

Back to top button