বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ১০ ইউনিয়নে ৬০ জন চেয়ারম্যান প্রার্থীর তালিকা!

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে উৎসবমুখর পরিবেশে ১০টি ইউনিয়নে ৬১ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তবে উৎসবের মাঝে ছিলো নির্বাচনী আচরন ভঙ্গের হিড়িক, বেশীরভাগ প্রার্থীর ক্ষেত্রে তা লক্ষ্য করা গেছে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৩ ডিসেম্বর (এইচএসসি পরীক্ষার কারনে পিছিয়ে ২৬ ডিসেম্বর যেতে পারে) নির্বাচনে চেয়ারম্যান পদে ১নং আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে আহবাবুর রহমান শিশু এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত টানা দুইবারের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা হোসাইন আহমদ, ২নং চারখাই ইউনিয়নে লড়বেন ৪ প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মাহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী হোসেন মুরাদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী লেইছুর রহমান, ইসলামী আন্দোলনের হাত পাখা মার্কার প্রার্থী জাকির হোসেন,

৩নং দুবাগ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুস সালাম দাদা ভাই, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কমর উদ্দিন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ, স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন, ৪নং শেওলা ইউনিয়নে লড়বে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন, জাতীয় পার্টির প্রার্থী ফয়জুর রহমান, জমিয়তে উলামায়ে বাংলাদেশের এনাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হাজী মোহাম্মদ আক্তার হোসেন খান জাহেদ, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুব হোসেন ইকবাল, ৫নং কুড়ারবাজারে নৌকা প্রতীকে লড়বেন বাহার উদ্দিন, আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী তুতিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজমুল হক, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকারিয়া আহমদ, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এ এফ এম আবু তাহের, স্বতন্ত্র প্রার্থী ইফতেখার আহমদ টিপু, স্বতন্ত্র প্রার্থী আসলাম খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মুমিত, স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আয়নুল হক, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান। ৭ং মাথিউরা ইউনিয়নে নৌকা প্রতিকে মনোয়ন জমা দিয়েছেন মোহাম্মদ আমান উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিয়েছেন মোঃ ময়নুল ইসলাম বাবুল, কছির আলী, মোঃ আব্দুল বাছিত ও মোঃ জিয়াউর রহমান।

৮ নং তিলপাড়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন এমাদ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন আওয়ামীলীগ বিদ্রোহী বিবেকানন্দ দাস বিবেক, বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান, জামিল আহমদ, মোঃ রেজাউল করিম শামীম, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম ও কনাই মিয়া। ৯নং মোল্লাপুর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে লড়বেন শামীম আহমদ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করবেন সেলিম আহমদ, আব্দুল করিম, মোঃ জিয়াউর রহমান, মোঃ আব্দুল মান্নান। ১০নং মুড়িয়া ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে লড়বেন হুমায়ুন কবির, স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্ধিতা করবেন আওয়ামীলীগ বিদ্রোহী সাব্বির উদ্দিন, ফরিদ আহমদ (ফরিদ আল মামুন), মোঃ নুরুল হক, অহিদুর রেজা মাছুম, রুহুল আমিন, হুমায়ুন কবির শাহিদ, ১১নং লাউতা ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনে লড়বেন সাবেক চেয়ারম্যান এম এ জলিল, বাংলাদেশ ইসলামী আন্দোলেনের রেজাউল করিম সাজু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন, দেলোয়ার হোসেন, সাদিক হোসেন এপলু ও আবুল কালাম আজাদ।

দিনের শুরুতে মনোনয়ন দিতে আসেন বিভিন্ন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা। এসময় অনেক চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থকরা নির্বাচনী আচরন বিধি লংগন করেন। এসময় উপজেলা চত্বর হয়ে উঠে লোকে-লোকারন্যা ও স্লোগানময়।

Back to top button