বড়লেখা

বড়লেখায় ‘৩৩৩’ নাম্বারে ফোন পেয়ে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ‘৩৩৩’ নাম্বারে ফোন পেয়ে দশম শ্রেনীর শিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম।

গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দাসের বাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়। এসময় কনের পিতাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়৷

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, রুবি বেগম (ছদ্মনাম) নামের ওই কিশোরী দশম শ্রেনীর শিক্ষার্থী। সোমবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ের আয়োজন চলছে এমন তথ্য ‘৩৩৩’ নাম্বারে পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে ওই বাড়িতে যান এসিল্যান্ড জাহাঙ্গীর আলম। সেখানে গিয়ে কনের ১৮ বছর পূর্ণ হয়নি জানতে পেরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট বসিয়ে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন। পরে বয়স পূর্ণ না হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না এই মর্মে কনের বাবার কাছ থেকে মুচলেকা আদায় করেন।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বলেন, ‘৩৩৩’ নাম্বারে খবর পেয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশে এবং ইউএনও স্যারের তত্বাবধানে পূর্ব শংকরপুর গ্রামে এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়ছে। বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ অপরাধ রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে

Back to top button