বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে নেই ধর্মঘটের প্রভাব!

নিজস্ব প্রতিবেদকঃ সকাল থেকে সিলেট বিভাগজুড়ে চলছে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, তবে বিয়ানীবাজারে ধর্মঘটের নেই কোনো প্রভাব। দূরপাল্লার বাস ছাড়া, সিএনজিচালিত অটোরিক্সার পাশাপাশি চলছে বেশীরভাগ গনপরিবহন, নেই পরিবহন শ্রমিকদের কোনো ব্যারিকেড।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরে এমন চিত্র দেখা গেছে।

জানা গেছে, বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজার থেকে চলেনি বিয়ানীবাজার-সিলেট, বিয়ানীবাজার-ঢাকার কোনো বাস এতে করে আগে থেকে বিভিন্ন জরুরী কাজে যারা যেতে চেয়েছিলেন রাজধানীতে তারা বাসের বিকল্প খুজছেন। বিয়ানীবাজার-সিলেট রুটে সিএনজিচালিত অটোরিক্সা অনেকটাই স্বাভাবিক, তবে রাস্তায় রাস্তায় গাড়ি বদলাতে হয় বলে ভাড়া গুনতে হচ্ছে প্রায় দ্বিগুন।

কয়েকটি বাসের কাউন্টারে কথা বলে জানা যায়, আজ সকাল থেকে ঢাকা বা সিলেটে কোনো বাস ছেড়ে যায়নি, যাত্রীরা এসে ফিরে যাচ্ছেন। তারা সরকারকে শ্রমিকদের দাবী মেনে নেয়ার আহ্বান জানান।

ভূক্তভোগী মানুষের দাবী, কয়েকদিন পরপর শ্রমিকদের এমন ধর্মঘট অসহনীয় হয়ে উঠছে, এব্যাপারে প্রশাসনের কঠোর হওয়ার অনুরোধ জানান তারা।

Back to top button