বিয়ানীবাজার সংবাদ

নির্বাচন থেকে সরে দাড়ালেন মাথিউরা ইউপির টানা দু’বারের চেয়ারম্যান শিহাব উদ্দিন

বিয়ানীবাজারঃ তৃণমূলের কাউন্সিলে হারার পরপরই গুঞ্জন ছিলো বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়নের টানা দুইবারের চেয়ারম্যান শিহাব উদ্দিন আর নির্বাচন করবেন না। গুঞ্জন সত্যি করে তিনি নিজেই তার ইউনিয়নের ভোটারদের সম্মানে এক সভার আয়োজনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষনা দেন।

শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সর্বস্তরের ইউনিয়নবাসীর উপস্থিতিতে আয়োজিত এক সভায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করতে আমি ইচ্ছুক ছিলাম। গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত তৃণমূলের ভোটযুদ্ধে আমি দ্বিতীয় স্থানে ছিলাম। যেহেতু তৃনমূলের নেতৃবৃন্দের ভোটে নতুন একজন প্রার্থী এগিয়ে ছিলেন, সেজন্য আমি দলের প্রতি সম্মান রেখে দলীয় আনুগত্য ও শৃঙ্খলাবোধ ধরে রাখতে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এর আগে তৃণমূলের রায়ে বিজয়ী প্রথম তিনজনের নামের তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পাঠানোত জন্য আমি লিখিতভাবে জেলা আওয়ামী লীগকে অবগত করি এবং জেলার দায়িত্বশীলরা আমার এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন।

সভায় বক্তব্য প্রদানকালে তিনি আরও বলেন, এর আগে প্রথমবারের নির্বাচনে আমি জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে দলীয় প্রতীক নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম। দীর্ঘ এই সময়টাতে আমি ইউনিয়নবাসীর মৌলিক অধিকার আদায়, অবকাঠামোগত উন্নয়ন সাধন, রাজনৈতিক দলগুলোর সহাবস্থান নিশ্চিতকরণসহ আধুনিকতার তালে সংযুক্ত হতে মাথিউরাকে দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করেছি। টানা ১০ বছর আমার মেয়াদকালে আমি ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তার বিচারক সমগ্র ইউনিয়নবাসী। তবুও মানুষ হিসেবে যদি ভুলভ্রান্তি করে থাকি তাহলে আপনাদেরই খাদিম কিংবা সন্তান হিসেবে আমার সেই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি।

মাথিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবের আহমদের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন মাথিউরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব কছির আলী ও ময়নুল ইসলাম বাবুল, মাথিউরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ আহমদ, প্রবীণ মুরব্বি আপ্তাব আলী, বিএনপি নেতা সরোয়ার হোসেন প্রমুখ।

Back to top button