কুলাউড়া

কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদেরকে জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডীতে ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুবকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা কমর উদ্দিন আহমদ কমরুকে (আনারস) ৫ হাজার টাকা, ৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আতাউর রহমানকে (মোরগ) ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত ৮টার পর নির্বাচনী আচরণবিধি তদারকিতে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সে সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ প্রার্থীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কুলাউড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন আচরণবিধি (দেয়াল ও যানবাহনে পোস্টার, অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, বিলবোর্ড,0 যানবাহনে স্টিকার লাগানোর দায়ে জয়চন্ডী ইউনিয়নের তিন প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা গুণতে হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা বলেন, ‘ইতিপূর্বে উপজেলার বরমচাল ইউনিয়নে ২ চেয়ারম্যান ও ২ সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়চন্ডী ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুর রব মাহাবুব ও স্বতন্ত্র প্রার্থী কমর উদ্দিন আহমদ কমরু বলেন, নেতাকর্মীরা নিয়ম না জেনে পোস্টার-ব্যানার লাগিয়ে দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় নির্দেশনা দেওয়া হয়েছিল। অনেকে তা মানছেন না। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কঠোরভাবে বিধিনিষেধ প্রতিপালনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুলাউড়ার ১৩টি ইউপিতে ভোট হবে।

Back to top button