বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আওয়ামীলীগের কাউন্সিলে দুই ছাত্রনেতার বাজিমাত (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘদিন থেকে চেয়ারম্যান পদে লড়ার জন্য প্রচারনা চালিয়ে আসছিলেন দুই সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আমান উদ্দিন এবং পলাশ আফজল। এবছর উপজেলা আওয়ামীলীগের কমিটিতে সহ-প্রচার সম্পাদক পদে স্থান পেয়েছেন আমান উদ্দিন ও সদস্য পদে পলাশ আফজাল।

মোহাম্মদ আমান উদ্দিন ৭নং মাথিউরা ইউনিয়ন থেকে নির্বাচন করার উদ্দ্যেশ্যে নৌকা মার্কার প্রত্যাশী হয়ে তৃণমুলের ভোটে অংশগ্রহ করেন এবং কাউন্সিলরদের ভোটে পরাজিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দেন। কাউন্সিল জিততে তিনি হারান টানা দুইবারের পরিচ্ছন্ন চেয়ারম্যান শিহাব উদ্দিন ও উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শহীদ পরিবারের সন্তান আলমগীর হোসেন রুনুকে। কাউন্সিলের ২০টি ভোটের মধ্যে আমান ৮টি, বর্তমান চেয়ারম্যান শিহাব ৭টি এবং রুনু ৫টি ভোট পান।

কাউন্সিল জিতে সাবেক এ ছাত্রনেতা বিয়ানীবাজার টাইমসকে বলেন, আমাকে আমার ইউনিয়নের কাউন্সিলররা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তাঁদের মতামতকে প্রাধান্য দিয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে থাকবো।

একইভাবে আলোচনায় না থেকেও ৩নং দুবাগ ইউনিয়নে নৌকা প্রত্যাশী পলাশ আফজাল কাউন্সিল জিতে চমক লাগিয়েছেন সবাইকে। তিনি কাউন্সিল জিততে হারান দুইবারের টানা চেয়ারম্যান আব্দুস সালাম দাদা ভাই এবং আওয়ামীলীগ নেতা আব্দুল কাদিরকে। ২০টি ভোটের মধ্যে তিনি পান ১০টি, বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম দাদা ভাই পান ৬টি এবং আব্দুল কাদির পান ৪টি ভোট।

সবাইকে তাক লাগিয়ে কাউন্সিল জেতা সাবেক এ ছাত্রনেতা কাউন্সিল জিতে বিয়ানীবাজার টাইমসকে তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে বলেন, প্রাথমিকভাবে কাউন্সিলররা তাঁদের রায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে অংশগ্রহন করার মতামত দিয়েছেন, এজন্য আমি কাউন্সিলরদের কাছে কৃতজ্ঞ।

তবে কাউন্সিল জিতেই শেষ নয়, অপেক্ষা করতে হবে কেন্দ্রের সিন্ধান্তের। সেখান থেকেই দেয়া হবে নৌকার চুড়ান্ত প্রার্থী। তৃণমুল ভোটারদের আশা তরুনদের হাত ধরেই এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশ।

Back to top button