বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে দিনব্যাপী নাটকীয়তায় নৌকা পেলেন যারা

মহসিন রনি: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার ১০ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নির্ধারণ করা হয়েছে তৃণমূল নেতাকর্মীদের ভোটে।

রবিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সকলের মতের ভিত্তিতে আলীনগর ও লাউতা ইউনিয়নে একক প্রার্থী আহবাব হোসেন শিশু ও বীর মুক্তিযোদ্ধা এম এ জলিলকে প্রার্থী নির্ধারণ করা হয়। তবে বাকি ৮ টি ইউনিয়নে একক প্রার্থী থাকার ফলে তৃণমূল ভোটের মাধ্যমে চারখাই ইউনিয়নে মাহমুদ আলী, শেওলা ইউনিয়নের জহুর উদ্দিন, দুবাগ ইউনিয়নে পলাশ আফজাল, মাথিউরা ইউনিয়নে আমান উদ্দিন, তিলপাড়া ইউনিয়নে বিবেকানন্দ দাস , মোল্লাপুর ইউনিয়নে আশরাফুল ইসলাম, কুড়ার বাজার ইউনিয়নে বাহার উদ্দিন,মুড়িয়া ইউনিয়নে হুমায়ুন কবিরকে নির্বাচিত করে নিজ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে দুপুরে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আওয়ালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, কার্য নির্বাহী সদস্য আব্দুল বারী, জাকির হোসেন, আব্দুল হাসিব মনিয়া সহ আরো অনেকে।

Back to top button