বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে দুই তরুনের উপর অতর্কিত হামলা, সিলেটে প্রেরন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার দক্ষিন বাজারে দুই তরুনের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। অতর্কিত হামলায় গুরুতর আহত দুই তরুন বখতিয়ার এবং সোহানকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেটে প্রেরন করেন।
শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় বিয়ানীবাজার পৌরশহরের যামীনি হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার থানার একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কি কারনে কারা এই দুই তরুনের উপর হামলা করে এব্যাপারে কেউ কথা বলতে রাজী হননি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুই তরুন হামলার শিকার হয়ে হোটেল যামীনিতে আশ্রয় নেন, পরে হামলাকারি তরুনরা ঘটনাস্থল ত্যাগ করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।