গণধর্ষণ মামলায় চা বাগান ব্যবস্থাপকসহ ৫ জনকে হয়রানির অভিযোগ

গণধর্ষণ মামলায় একটি চা বাগানের সহকারী ব্যবস্থাপকসহ পাঁচজনকে হয়রানীর অভিযোগ উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক ও বর্তমান পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের বিরুদ্ধে৷ মামলার আসামীদের মধ্যে একজন শারিরীক প্রতিবন্দ্বিও রয়েছেন।
এই মামলা থেকে মুক্তি পেতে ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সদর দফতরের সিকিউরিটি সেলে আইজিপি বরাবরে অভিযোগ দিয়েছেন এই মামলার আসামী ও শ্রীমঙ্গলের একটি চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমান খাঁন।
এদিকে দুই দফা সময় মামলার তদন্ত কার্যক্রমের সময় বাড়িয়ে দেয়ার পরও মামলার তদন্ত প্রতিবেদন জমা আদালতে জমা দিতে পারেনি পুলিশ। কেন মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে তাও আদালতকে জানানো হয়নি।
মামলার বিচারকার্য বিলম্ব ও আইন অবমাননার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে শোকজও করেছে আদালত। মামলার প্রক্রিয়াকে বিলম্বিত করার অভিযোগে এই মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির কে আগামী ১৪ নভেম্বর আদালতে হাজির হয়ে এর কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
আইজিপি বরাবরে করা অভিযোগে আতাউর রহমান খাঁন বলেন, শ্রীমঙ্গল থানায় ২০২০ সালের ২৪ নভেম্বর একটি গণধর্ষণ মামলা হয়। মামলা নং-জিআর ৩৬৭। মামলার বাদী তুলনা বেগম। বাড়ি উপজেলার কালিঘাট ইউনিয়নের ফটকি গ্রামে। তিনি ওই গ্রামের কাওছার আহমেদের স্ত্রী। ভীকটিম মামলার বাদীর ছোট বোন।
তিনি বলেন, এই মামলার বাদীর দেয়া এজাহারের সঙ্গে এফআইআরে উল্লেখ আসামির নাম ঠিকানার কোন মিল নাই। এছাড়া বাদীর এজাহারে সাথে মিল নেই আদালতে দেয়া ভিকটিমের ২২ ধারার জবানবন্দি। এমনকি হাসপাতালে চিকিৎসকের নিকট ভিকটিমের দেয়া বর্ণনার সাথে মিল নেই আসামির নাম, ঘটনাস্থল, ঘটনায় সময় ও ঘটনার তারিখ। এদিকে বাদী এজাহারে ভিকটিম তিন দফায় গণধর্ষণের শিকার হয়েছেন বললেও ডাক্তারী সনদে ভিকটিমের শরীরে জোরপূর্বক ধর্ষণের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি মর্মে বলা হয়।
আতাউর তার অভিযোগ বলেন, তৎকালীন ওসি আব্দুছ ছালেক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে এই মামলায় আসামী করেছেন।
একই ভাবে মামলাটি নথিভুক্ত হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবিরও মামলাটি সঠিক তদন্ত না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠান।
আতাউর ছাড়াও মামলার অন্য আসামীরা হলেন শাহীন আহম্মেদ, রিপন মিয়া, নাজিম উদ্দিন ও ইকবাল হোসেন রাসেল (প্রতিবন্ধি)। এদের পাচঁজনকেই গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। আদালত এই মামলার ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এবং ভীকটিমকে ধর্ষণ করার কথা এজাহারে উল্লেখ না থাকায় আতাউরকে জামিন দেন। তবে এই মামলার কারনে তিনি চা বাগান থেকে চাকরিচ্যুত হন।
অভিযোগ প্রসঙ্গে তৎকালিন শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক গনমাধ্যমকে বলেন, এজাহারে যে ভাবে আসামির নাম ঠিকানা লেখা থাকবে এফআইআরেও ঠিক সেই ভাবেই লেখতে হবে। এখানে কোন ভুল হয়ে থাকলে সেটা আমরা অগুচরে হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবীর সিলেটটুডেকে বলেন, ‘এজাহারে কোন ভুল নেই, অভিযোগপত্র যেভাবে আছে সেভাবেই এজাহার দেয়া হয়েছে। তবে ডিএনএ রির্পোট দেরিতে আসায় মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে দেরী হচ্ছে।’
মামলার বাদী তুলনা বেগম’র বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করলে সুুফিয়া বেগম নামে একজন ফোন ধরে তুলনা বেগমের খালাতো বোন পরিচয় দিয়ে বলেন, ‘তুলনা বেগম বাদী হলেও সে কিছুই বলতে পারবে না। আর ভিকটিম ছোট মানুষ এডাল্ট নয় ওই সময় মেয়েটার অবস্থা খুবই খারাপ ছিল। তারিখ, দিন ও সময় মনে রাখার মতো সেন্স ছিল না। এখন থানা কতৃপক্ষ বা মেডিকেলে যদি কোন ভুল করে তার দায় আমারা বাদী পক্ষ নেব না। এর জবাব তারাই দেবে।’