মৌলভীবাজার

কুলাউড়ায় মিনিট্রাক ও সিএনজি সংঘর্ষ, আহত ৬

মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রায়শ্রী এলাকায় মালবাহী মিনি ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষ। গুরুতর ৬ জন আহত হয়েছে।

৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে রায়শ্রী এলাকায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কে মানসিক ভারসাম্যহীন এক মহিলা অসচেতনভাবে সড়ক পারাপারের সময় ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ট্রাকের চালক ও হেলপার এবং দুইজন যাত্রী, সিএনজি চালক মারাত্মক আহত হন।

আহতরা হলেন-ট্রাক চালক কমলগঞ্জ উপজেলার পতনউষার দিঘীরপার এলাকার বাসিন্দা গনেশ মালাকার, ট্রাক হেলপার সদর উপজেলার কটারকোনা গ্রামের মনমোহন মালাকার, সিএনজিচালক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিওনের সরমপুর গ্রামের আখতার মিয়া। যাত্রী দুইজন ও পথচারী মহিলার নাম জানা সম্ভব হয়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠান।

Back to top button