বড়লেখা

বড়লেখায় ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ ইউপি সদস্য প্রার্থীর মনোনয়ন বাতিল

বড়লেখা প্রতিনিধি: আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে মৌলভীবাজরের বড়লেখায় আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাত ৮টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারগণ এ ঘোষণা দেন।

অবৈধ ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ময়নুল হক, বর্নি ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মোহিত ও তালিমপুর ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী প্রার্থী সুনাম উদ্দিন। এছাড়াও বিভিন্ন ত্রæটির কারণে ৫ জন ইউপি সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল ঘোষিত ইউপি সদস্য পদপ্রার্থীরা হলেন, বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের ফয়জুর রহমান ও ফরহাদ হোসেন দুলাল, দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল আহাদ এবং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদপ্রার্থী তাসলিমা আক্তার কলি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রæটির কারণে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৫ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তারা প্রার্থীতা বৈধকরণের জন্য নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল করতে পারবেন

Back to top button