গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় একজন কারাগারে

নিউজ ডেস্ক- ফেসবুকের নিজ আইডি থেকে মানহানির ও আপত্তিজনক পোষ্ট করায় গোলাপগঞ্জে হেলাল আহমদ নামের একজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই মামলার হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, সিলেট জেলা পরিষদের সদস্য গোলাপগঞ্জ পৌর এলাকার রেহানা ভিলার অধিবাসী হাসিনা বেগমকে উদ্দেশ্যে করে বিভিন্ন সময়ে আপত্তিকর ও মানহানিকর বিভিন্ন বাক্য লিখে হেলাল আহমদ নিজ ফেসবুক আইডি থেকে প্রচার করেন। এই ঘটনায় হাসিনা বেগম বাদী হয়ে গত ২০ মে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে হেলাল আহমদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (মামলা নং-২০/১৩৬) হয়।

মামলার পর হেলাল আহমদ অনেকটা আত্মগোপনে থেকে ফেসবুকে নিজ আইডি থেকে বিভিন্ন ব্যক্তিকে উদ্দেশ্যে করে পূর্বের ন্যায় আপত্তিকর পোষ্ট করতে থাকেন। সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে অর্ন্তবর্তীকালীন জামিনের জন্য আবেদন করলে ৬ সপ্তাহের জামিনে লাভ করেন। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ফুরাহিম হোসেন।

Back to top button