মৌলভীবাজার

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার রাজনগরে সড়ক দুর্ঘটনায় তিন্নি আক্তার (৭) নামে প্রথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার রাতে শিশুটির লাশ দাফন করা হয়েছে।

জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের মালিক মিয়ার মেয়ে পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তিন্নি আক্তার তার পিতা-মাতার সঙ্গে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিএনজি করে আসছিল। মৌলভীবাজারের চাঁদনীঘাটের পাশে ইসলামপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক এবং সিএনজিতে থাকা মালিক মিয়া, তার ৪র্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার মুন্নি ও ২য় শ্রেণিতে পড়ুয়া তিন্নি আক্তার ও তাদের মা আহত হন। তাদের মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়

পরে তিন্নি আক্তারের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসউতে চারদিন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।

পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী তিন্নি আক্তার মৌলভীবাজারের ইসলামপুরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজের আইসিউতে ছিল। পরে আজ বুধবার সকালে সে মারা যায়।

Back to top button