গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে প্রবাসীর দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাদীকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ফ্ল্যাট বাড়ীর স্বপ্ন দেখিয়ে প্রবাসীর দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে

দায়ের করা মামলা তুলে নিতে বাদীকে হুমকি-ধমকি দিচ্ছেন আসামীরা।

এমন অভিযোগ করেছেন মামলার বাদী সিলেট নগরীর গার্ডেন টাওয়ারের বাসিন্দা মৃত ইজ্জাদ আলীর ছেলে ফজলুল ইসলাম ফজলাই।

এ ঘটনার পর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরীও (জিডি. নং-১৫৯১) করেছেন।

জানা যায়, ২০১৯ সালে যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহীম আলীকে ফ্ল্যাট বাড়ীর স্বপ্ন দেখিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলা করেন তার খালাতো ভাই ফজলুল ইসলাম ফজলাই ( নং ৩৭৯/২০১৯ )।

মামলার এজহার সূত্রে জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উজেলার ভাদেশ্বর নালীউরি গ্রামের মোক্তাদীর আলীর ছেলে মাহমুদ হোসেন ও লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিণ ভাগের মৃত ফরমুজ আলীর ছেলে আবুল কালাম মিলে যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহীম আলীকে ঢাকা উত্তরায় জমি কিনে ফ্লাট বাড়ীর ব্যবসার জন্য এবং ৩টি ফ্ল্যাট তার নামে দিবেন বলে উৎসাহ প্রদান করেন। এরপর তার কাছ থেকে ১ কোটি পঞ্চাশ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেন।

এজহারে আরো উল্লেখ করা হয়, প্রবাসী ইব্রাহিমের খালাতো ভাই ফজলুল ইসলাম ফজলাইয়ের পূর্ব পরিচিত ছিলেন মাহমুদ ও আবুল কালাম। এই পরিচিতির জের ধরে তারা প্রবাসী ইব্রাহিমের কাছে প্রস্তাব করেন ঢাকা উত্তরায় জমি কিনে ফ্লাট বাড়ীর ব্যবসা করবেন। এজন্য তারা উৎসাহ প্রদান করেন ১ কোটি ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩টি ফ্ল্যাট তার নামে দিয়ে দিবেন। তাদের কথায় সরল বিশ্বাসে রাজী হয়ে কয়েকজন স্বাক্ষীর উপস্থিতিতে বিভিন্ন তারিখে প্রবাসী ইব্রাহিম মাহমুদ ও কালামকে ১ কোটি ৫০ লক্ষ টাকা প্রদান করেন। ২ থেকে ৩ বছরের মধ্যে ৩টি ফ্ল্যাট সমজে দেয়ার কথা থাকলেও ২০১০ থেকে ২০২১ সালের মধ্যেও ফ্ল্যাটের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

এরপার তারা হোটেল ব্যবসার প্রস্তাব দিলে ইব্রাহীম তা প্রত্যাখ্যান করেন। মাহমুদ ও কালাম জমি ক্রয় করতে লোকসান হয়েছে বলে জানান। অন্য একটি জমি ক্রয় করে ফ্ল্যাট হস্তান্তর করা হবে বলে ওই প্রবাসীকে আশ্বাস প্রদান করেন।

মামলার বাদী ফজলুল ইসলাম ফজলাই জানান, গত ১৪ অক্টোবর এই মামলাটির হাজিরা ছিল। ওইদিন তিনি হাজিরা দিয়ে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের নিচ তলায় গেলে অভিযুক্ত মাহমুদ হোসেন ও আবুল কালামসহ আরেক কয়েকজন আমায় মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ বিষয়ে ভুক্তভোগী লন্ডন প্রবাসী ইব্রাহিম আলী বলেন, মাহমুদ ও কালাম আমার পূর্ব পরিচিত হওয়ায় তাদের কথা সহজ সরল ভাবে বিশ্বাস করে তিনি ব্যবসার জন্য তাদেরকে টাকা দিয়েছিলেন। কিন্তু তারা প্রতারণা করে তার টাকা আত্মসাত করেছে।

তিনি বলেন, আমি এর সঠিক বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছি। কিন্তু আমার ওই মামলার বাদীকে মামলা তুলে নিতে তারা বিভিন্ন ভাবে ও প্রকাশ্যে হুমকি ধামকি এমনি প্রাণনাশেরও হুমকি প্রদান করছে।

Back to top button