কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক- সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গুলিতে আরও দুজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুর ইসলাম পিপিএম বলেন, স্থানীয়রা নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখতে পুলিশ ও বিজিবিকে জানিয়েছেন। আমার ফোর্স ঘটনাস্থলে যাচ্ছে।
নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে ওসি বলেন, নিহত আরিফ উদ্দিন (২২) ও আসকর উদ্দিন (২৮) ডোনা সীমান্তের পাশ্ববর্তী এলাগুল এলাকার বাসিন্দা।
তিনি বলেন, এলাগাগুল দরিদ্রপ্রধান এলাকা। এখানকার কিছু লোক প্রায়ই সুপারিসহ বিভিন্ন পণ্য চোরাই পথে নিয়ে আসে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নিহতরাও একইভাবে ভারতে গিয়েছিলো কি না তা এখনও নিশ্চিত হতে পারিনি।
নিহতদের মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি জানিয়ে ওসি বলেন, যেহেতু মরদেহগুলো নো ম্যানস ল্যান্ডে রয়েছে। তাই বিএসফের সাথে আলাপ করে বিজিবি মরদেহ উদ্ধারের উদ্যোগ নেবে।