জুড়ীতে নামাজ পড়ার পুরষ্কার সাইকেল পেলো ২ শিশু
টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ীতে ৪০দিন জামাতে নামাজ আদায় করে পুরুস্কার পেলেন ছোট শিশুরা।
সোমবার (১ নভেম্বর) দুপুর ২ ঘটিকার সময় পূর্বজুড়ী ইউনিয়নে বড়ধামাই হযরত বেলাল (রাঃ) জামে মসজিদ ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে ময়না মিয়া সভাপতিত্বে হুোসাইন মোহাম্মদ নাঈমের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মাওলানা লিয়াকত খান, মাওলানা নিমার খান, মাওলানা সায়েম উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম সহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য, হারুন মিয়া, শফিক উদ্দিন সফই, আব্দুল মুকিত গেন্দু আমেরিকা প্রবাসী জামিল আহমদ প্রমুখ।
এক সাথে ৪০দিন জামাতে নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্টানে ৭ জন প্রতিযোগী অংশোগ্রহন করেন,
প্রথম পুরস্কার চিলো ১ টি বাই সাইকেল, দ্বিতীয় পুরস্কার ১ টি সাইকেল, তৃতীয় পুরস্কার ১ টি টেবিল ফ্যান, ও শান্তনা পুরস্কার ৪টি পানির ফিল্টার প্রদান করা হয়।
আমেরিকা প্রবাসী জামিল আহমদকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষে থেকে সম্মানন প্রদান করা হয়।