মঙ্গলবার বিয়ানীবাজারের একাংশে ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে!
বিয়ানীবাজার টাইমস প্রতিবেদকঃ মঙ্গলবার(০২ নভেম্বর) বিয়ানীবাজার পৌরশহরের একাংশে সকাল থেকে বিকেল পর্যন্ত ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। খুটি স্থানান্তর ও পুরোনো বৈদ্যুতিক লাইন পরিবর্তনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিয়ানীবাজার জোনাল অফিস কর্তৃপক্ষ।
আগামীকাল মঙ্গলবার(২ নভেম্বর) বিয়ানীবাজার দক্ষিণ বাজারস্থ এলাকায় সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কোমার ভর্মণ।
তিনি বলেন কয়েক দিন থেকে শীত মৌসুম আসায় বৈদ্যুতিক খুটি এবং লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল(০২ নভেম্বর) বৈদ্যুতিক খুটি ও নতুন লাইন লাগানো হবে সেজন্য সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধা হওয়ার জন্য তিনি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি আরও বলেন শীত মৌসুমকে আমরা কাজের উপযুক্ত সময় হিসেবে বেছে নেই। সেজন্য আরও কয়েকদিন এরকম সমস্যা হতে পারে। সেজন্য তিনি আবার ও দুঃখ প্রকাশ করেন।