গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নিউজ ডেস্ক- সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শওকত আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রানাপিং নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের শেরপুর দক্ষিণ মহল্লার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
জানা যায়, রোববার সন্ধ্যায় সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং বাজারের নিকটবর্তী স্থানে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল শওকত আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কাশেমী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।