মৌলভীবাজারবড়লেখা

বড়লেখায় ইউপি নির্বাচন, দল নির্বাচনে না গেলেও ‘স্বতন্ত্র’ ভোটে বিএনপি

আশফাক জুনেদ,বড়লেখাঃ মৌলভীবাজারের বড়লেখায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে৷ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হলেও দেশব্যাপী বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছে বড়লেখা বিএনপি। তবে দল নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের ৫টিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা। তারা নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বর্ণি, নিজবাহাদুরপুর, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণ ভাগ (উত্তর) এবং তালিমপুর ইউনিয়নে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ১ নং বর্ণি ইউনিয়নে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, ৩ নং নিজবাহাদুরপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, ৫ নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস স্বপন, দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি ময়নুল হক এবং ৭ নং তালিমপুর ইউনিয়নে উপজেলা যুবদল নেতা দেলোয়ার হোসেন নির্বাচন করবেন বলে জানা গেছে। তারা ইতিমধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে মতবিনিময় করছেন। সাধারণ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, ‘জনগণের চাপে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি৷ আমি আশাবাদী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে আমিই জয়লাভ করবো৷

এ বিষয়ে বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস সহিদ খান বলেন, ‘বিএনপি এই সরকারের কোন পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে। তারপরও যারা অংশগ্রহণ করবেন বা প্রস্তুতি নিচ্ছেন তারা যদি নির্বাচন করেন তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Back to top button