গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া সেই এটিএম বুথ এখনও হয়নি চালু, ভোগান্তিতে সাধারণ মানুষ!

নিউজ ডেস্ক- আজ থেকে ৫ মাস আগে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় গোলাপগঞ্জ পৌর শহরে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ। চলতি বছরের ২ জুন ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ আগুন লেগে যায় সেখানে। প্রায় ঘণ্টাব্যাপী আগুনে বুথের ভেতরের দামি সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়ার এতদিন পরও মেরামত হয়নি উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত এটিএম বুথটি। এতে যথারীতি ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

জানা গেছে, পৌর শহরের প্রাণকেন্দ্রে বুথটির অবস্থান হওয়ায় যে কোনো সময় গ্রাহকরা অনায়াসে টাকা উঠাতে পারতেন। হঠাৎ কারো টাকার প্রয়োজন হলে তাড়াতাড়ি এসে টাকা তুলতে পারতেন। এমনই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এতদিন ধরে অচল পড়ে আছে বুথটি। যার কারণে হাজারও গ্রাহকের ভোগান্তি এখন চরমে। কবে ঠিক হবে এটিএম বুথ সে বিষয়েও নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এখনও অগ্নিকাণ্ডের দাগ লেগে আছে বুথের দেয়ালে। বন্ধ রয়েছে শাটার। বুথ বন্ধ থাকায় বুথের সামনে গ্রাহকদের উপস্থিতি না থাকলেও ব্যাংকে বেড়েছে ভিড়।

ইসমাইল হোসেন নামের এক গ্রাহক বলেন, বুথ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে। আগে যে কোনো সময় কার্ড দিয়ে টাকা তুলতে পারতাম। এখন সামান্য টাকা তুলতে ব্যাংকে গিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ বলেন, গুরুত্বপূর্ণ একটি জায়গায় ৫ মাস ধরে এটিএম বুথ বন্ধ রয়েছে। ৫ মাস ধরে অল্প টাকা তুলতে হলে দিনে সময় না পেলে অন্যান্য সময় ঢাকাদক্ষিণ বা হেতিমগঞ্জে যেতে হয়। দ্রুত এটিএম বুথ মেরামত করার অনুরোধ জানান তিনি।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী জানান, পৌর শহরে ডাচবাংলা ব্যাংকের অন্য কোনো এটিএম বুথ না থাকায় প্রায় সময় ৫ কিলোমিটার দূরবর্তী হেতিমগঞ্জ ও ঢাকাদক্ষিণ বাজারে গিয়ে টাকা উত্তোলন করতে হয়। এতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। পৌরশহরে বিকল্প জায়গায় হলেও গ্রাহকদের সুবিধার্থে দ্রুত এটিএম বুথ চালু করা উচিত।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকের শাখা ব্যবস্থাপক চৌধুরী আবুল কালাম পারভেজ বলেন, আমরা ফায়ার সার্ভিসের রিপোর্টের জন্য অপেক্ষায় আছি। তারা রিপোর্ট দিলে যে কোনো দিন আমরা কাজ শুরু করে দেব।

কবে রিপোর্ট আসবে জানতে চাইলে তিনি বলেন, আমরা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ রাখছি। তারা বলেছে, রিপোর্ট ঢাকা থেকে ওকে হয়ে সিলেটে এসেছে। সিলেটের একজন কর্মকর্তার স্বাক্ষর হওয়ার পর আবারও ঢাকায় যাবে রিপোর্ট। এরপর সেখান থেকে আরও একজন কর্মকর্তার স্বাক্ষর হওয়ার পর রিপোর্ট আসবে।

তিনি আরও বলেন, বুথ বন্ধ থাকায় আমাদেরও সমস্যা হচ্ছে। প্রতিদিন ব্যাংকে ভিড় বাড়ছে। অল্প টাকা যারা কার্ড দিয়ে বুথ থেকে তুলতে পারতেন তারাও চেক দিয়ে ব্যাংক থেকে তুলতে হচ্ছে। যে কারণে হাজারও গ্রাহককে ভোগান্তি পোহাতে হচ্ছে

Back to top button