রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রবাসী যুবক
নিউজ ডেস্ক- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক প্রবাসী। তার নাম মোঃ আইয়ূন আলী (২৮) । তিনি রাজনগর মুন্সিবাজার ইউনিয়নের ব্রাহ্মনগাও গ্রামের আরব আলীর ছেলে। বিআরটিসি ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে ঐ প্রবাসী ঘটনাস্থলেই মারা যান।
রবিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মুন্সিবাজারের উত্তর খলাগাঁও কবরস্থানের সাইনবোর্ডের সামনে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, মোটর সাইকেল আরোহীর সাথে (ঢাকা মেট্রো- ট ২২-৯১০৬) নাম্বারের একটি বিআরটিসি ট্রাকের ধাক্কা লাগে। তখন ঘটনাস্থলেই যুবক মারা যান। সকাল ৭ টা ১৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা মৃত ব্যক্তিকে উদ্ধার করেন ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য প্রস্তুতি নিলেও পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য নিয়মানুযায়ী আবেদন করেছেন তারা।