না জানিয়ে বিয়ানীবাজার পৌরশহর বিদ্যুৎহীন, যা বলছে কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদকঃ বেশ কিছু দিন থেকে বিয়ানীবাজারে সাধারণ মানুষ বিদ্যুৎ বিড়ম্বনায় ভোগছেন। হঠাৎ করেই না বলেই দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত থাকে না বিদ্যুৎ। তাতে গ্রাহকদের পোহাতে হয় বাড়তি দুর্ভোগ।
রবিবার(৩১ অক্টোবর) হঠাৎ করে না বলেই দুপুর থেকে বিকেল পর্যন্ত নেই বিদ্যুৎ। তাতে গরম আর বিভিন্ন ধরণের অফিসিয়াল কাজ ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের।
সরেজমিনে পৌরশহরে কথা হয় রায়হান আহমেদ নামে একজন যুবকের সাথে। তিনি বলেন বিদ্যুৎ বিভ্রাটে আমরা অতষ্ট হয়ে গেছি৷ হঠাৎ হঠাৎ করে অনেক সময় বিদ্যুৎ থাকে না। আমি আমার কিছু ডকুমেন্টস ফটোকপিসহ আরও কিছু কাজের জন্য আসছিলাম। ২ ঘন্টার অধিক সময় ধরে বসে। বিদ্যুৎ না থাকায় কাজ করতে পারছি না।
সালমা আক্তার নামে একজন জানান আজকে গরম মাত্রাটা অনেক। বিদ্যুৎ না থাকায় খুব কষ্ট হচ্ছে৷ গতকাল মাইকিং করে সারা দিন বিদ্যুৎ না থাকলে আজকে জানানো হয় নি যে বিদ্যুৎ থাকবে না। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি৷
এ বিষয়ে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় পল্লিবিদ্যুৎ সিলেট সমিতি-১ বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম ভজন কোমার ভর্মণ এর সাথে। তিনি বলেন খুটি স্থানান্তর ও লাইন সম্প্রসারণের কারণে এমনটি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ সচল করে দেওয়া হবে