বিয়ানীবাজারে অভিমানী শিশুর ঘরত্যাগ, অতঃপর
নিজস্ব প্রতিবেদকঃ “মামা আমাকে বকেছেন। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি” এটি বিয়ানীবাজার থেকে উদ্ধার হওয়া নয় বছরের একটি শিশুর কথা।
বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের একজন যুবক বৃহস্পতিবার(২৮ অক্টোবর) রাতে ছোট একটি শিশুকে পান বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে। সন্দেহ হলে তিনি তাকে জিজ্ঞেস করেন সে কে, বাড়ি কোথায়? ভয়ে সে তখন কথা বলছিলো না।
এতে বিচলিত হয়ে বিয়ানীবাজার থানা পুলিশকে খবর দেন ঐ যুবক। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঐ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুরটির নাম রাশি আক্তার চাদনী(০৯)। তার বাড়ি মৌলভীবাজার জেলার সদর থানাধীন বড়কাপন এলাকায়। তার খালার বাড়ি বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম এলাকায়। উদ্ধারকৃত ঐ শিশু জানায় মামার বকুনি খেয়ে সে অভিমানে খালার বাড়ি থেকে বেরিয়ে আসে।
উদ্ধারকৃত ঐ শিশুর খালা সাজনা বেগম হারিয়ে যাওয়া ঐ শিশুটির জন্য একটি সাধারণ ডায়রী দায়ের করেন বিয়ানীবাজার থানায়। শুক্রবার রাত আনুমানিক ১০ ঘটিকার সময় বিয়ানীবাজার থানা পুলিশ উদ্ধারকৃত শিশুকে তার খালা ও মামার কাছে হস্তান্তর করেছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদককে বলেন, সে খালার বাড়ি থেকে মূলত অভিমান করে বেরিয়ে গিয়েছিলো। মামা তাকে পড়ার জন্য বকেছিলেন বলে জেনেছিলেন তিনি, উদ্ধারকৃত শিশুকে পরে শিশুটির মামা এবং খালার কাছে হস্তান্তর করেছে পুলিশ। এসময় তিনি সন্তানদের অভিভাবকদের শিশুদের বকাবকির ব্যাপারে আরো সতর্ক থাকার আহ্বান জানান।