বিয়ানীবাজারে পানের পিক ফেলতে গিয়ে দুর্ঘটনার কবলে সিএনজি
টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিক্সা উপজেলার লাসাইতলা এলাকায় গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায় সিএনজির চালক পানের পিক ফেলতে গিয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে ড্রাইভারসহ ২ জন যাত্রী আহত হন।
আহতকৃতদের মধ্যে একজনের বাড়ি জুড়ি উপজেলার মুজিবুর রহমান। এবং অন্যজন নির্মাণ শ্রমিক জসিম মিয়া।
বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুপুরে পৌরশহর থেকে ঢাকা দক্ষিণে যাওয়ার পথে বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের লাসাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা বলেন বাকের সামনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। সিএনজির ড্রাইভার বাক পেরিয়ে মুখে থাকা পানের পিক ফেলতে গিয়ে সিনএনজির নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ট্রাকের পিছনে ধাক্কা দেন। ফলে পুরো সিএনজি ধুমরে মুচরে যায়। ঘটনা কবলিত স্থানে ড্রাইভারসহ ২ জন আহত হন।
পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের দুর্ঘটনাকবলিত স্থান থেকে উদ্ধার করে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়।
তবে সিএনজির চালক মাথায় আঘাত পেলেও দুর্ঘটনাকবলিত স্থানেই ছিলেন। তবে তিনি কথা বলতে অসম্মতি প্রকাশ করেন।
এদিকে সেখানে দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের চালক রহিম উদ্দিন বলেন, রাস্তার পাশে ট্রাকটি দাড় করিয়ে আমি মিনি বাস স্টেন্ডে গিয়েছিলাম। এসে দেখি সিএনজি পেছন দিক থেকে ধাক্কা দিয়েছে।