বিয়ানীবাজার সংবাদ

বারইগ্রাম জামিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসায় পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ

বিয়ানীবাজারঃ বারইগ্রাম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসায় ১৪৪২-৪৩ হিজরি শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ বুধবার সকালে সম্পন্ন হয়েছে। যুক্ত রাজ্য প্রবাসী ফয়জুল ইসলাম বাহারের অর্থায়ণে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বারইগ্রাম জামিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় আরিফুল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহ সভাপতি বোরহান উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে অর্থ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা দেখে উৎফুল্ল হয়ে বলেন আমি ভাবতেও পারিনি তারা এতোটা মেধাবী। বিশেষ করে তিনি তাদের হাতের লিখা দেখে প্রশংসায় পঞ্চমুখর। তিনি বলেন উক্ত মাদরাসায় আমার সু-নজর সব সময় থাকবে। পাশাপাশি তিনি সমাজের অন্যান্য বিত্তশালীদের ও উক্ত মাদরাসায় সাহায্যের হাত বাড়ানোর জন্য অনুরুধ করেন। তিনি আরও বলেন হাটিহাটি পা পা করে এই মাদরাসা আজ এই পর্যন্ত এসে পৌছেছে। উক্ত মাদরাসার শতভাগ ফলাফল দেখে আমি সত্যিই আনন্দিত।

শুরুতেই উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার টাইমসের সম্পাদক ও টাইমস টিভির চেয়ারম্যান ও সিইইউ তোফায়েল আহমদ। তিনি বলেন বারইগ্রাম জামিয়া হাফিজিয়া মাদরাসাকে আজকের এই পর্যন্ত আসতে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। অনেক বাধা পেরোতে হয়েছে। আর শিক্ষার্থীদের এতো ভালো ফলাফলের যথেষ্ট কৃতিত্ব এই মাদরাসার শিক্ষকদের। তাই তিনি বিশেষ করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা ডিগ্রি কলেজের ইংলিশ বিভাগের অধ্যাপক আব্দুশ সবুর, ১১ নং লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ জলিল, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, লাউতা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষ শাহাব উদ্দিন, চান্দগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ব্যাবসায়ী খায়রুল আলম নুনু, স্যার সলিমুল্লাহ মেডিকেলের হৃদ বিভাগের ডাক্তার শরিফুল ইসলাম, সিলেট ফ্রেন্ডস ক্লাব কাতারের সভাপতি মুছলেখ মুন্না, লাউতা ইউনিয়নের ইউপি সদস্য আহমদ হোসেন স্বপন, মাসুদ রানা, জাবেদ আহমদ, বারইগ্রাম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সহ সভাপতি নুর হোসেন।

বক্তারা এসময় তাদের বক্তব্যে উক্ত মাদরাসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বক্তব্য শেষে অতিথি বৃন্দের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ।

পরে অনুষ্ঠান শেষে অতিথি বৃন্ধ শিশু ওয়ান থেকে শুরু করে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরিফ বিতরণ করেন।

Back to top button