বিয়ানীবাজার সংবাদ

প্রযুক্তির ছোয়ায় বিয়ানীবাজারে হারিয়ে গেছে চিঠির প্রথা!

জুবায়ের আহমদঃ যাবার বেলায় হাত দুটি ধরে বলেছিলে চিঠি দিও। বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথার মেলায় ভালবাসার ছোঁয়ায়। মন বলে তুমি রয়েছো যে কাছে,আখিঁ বলে কতদুরে। র্দীঘ সময়ের অপেক্ষা প্রিয়জনের খবর জানতে।

চিঠি আসবে, চিঠির অপেক্ষায় বসে থাকে প্রিয় মানুষেরা। দুর-দুরান্ত থেকে কত শত আনন্দ বেদনার খবর বয়ে নিয়ে আসতো চিঠি। আর সেই চিঠির পাঠক হতেন অনেকেই

বিয়ানীবাজার সরকারি কলজের উপাধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলাম চিঠি লিখা নিয়ে কিছু রোমাঞ্চকর অনুভূতির স্মৃতি চারণ করেন। তিনি বলেন আমরা গ্রামে থাকতাম। তখন পত্র লেখক এবং পাঠক হিসেবে আমরা অনেক সময় থাকতাম। পত্র পড়ে সবাইকে শুনাতাম। সেই বিনোদনটা ছিল অসাধারণ। কালের বিবর্তনে তা এখন হারিয়ে গেছে। প্রযুক্তির ছোয়ায় মানুষ এখন মোবাইল আর ইন্টারনেটের উপর নির্ভরশীল। এখন শুধু কিছু অফিসিয়াল কাজেই ব্যবহার করা হয় চিঠি।

একটা সময় প্রিয়জনের চিঠি, সন্তানের চিঠি, মা-বাবার চিঠির অপেক্ষার প্রহর গুনতো। মেঠোপথ ধরে সাইকেলের বেল বাজিয়ে ঝোলায় চিঠি নিয়ে খাকি পোষাকে আসছে ডাক পিয়ন। দেখেইে প্রেমিকা,গৃহবধু ও বাবা মা ছুটে যাচ্ছে পিয়নের কাছে। ছেলের চিঠি পেয়ে বাবা মায়ের চোখে আনন্দ অশ্রু।

বাইরে থাকা স্বামীর চিঠি হাতে পেয়ে উচ্ছাসে কোমর দুলিয়ে দৌড়ে গিয়ে গাছের তলে বসে খাম খুলে আবেগে উদ্বেলিত হয়ে পড়ছে কাংখিত চিঠি আপন মনে। এমনই নানা অনুভূতির কথা তুলে ধরেন অনেকেই।

প্রবাসে থাকতেন লুকমান আহমেদ। সেই ২০০১ সালে প্রবাসে বাবার একটি চিঠির জন্য তিনি অপেক্ষায় থাকতেন অধীর আগ্রহে। চিঠি পেয়ে উচ্ছাস আর আগ্রহ আরও বেড়ে যেতো। বাবা কী লিখেছেন চিঠিতে? তিনি বলেন একটা চিঠি পেতে অপেক্ষা করতে হতো পাচ থেকে সাত দিন পর্যন্ত।

রফিক উদ্দিন বলেন একটা সময় চিঠির জন্য পোষ্ট অফিস গুলোতে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে থাকতো। পিয়নরা বড় ব্যাগে চিঠি নিয়ে যেতেন। সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি গিয়ে তারা চিঠি পৌছে দিতেন। এই সময় আর এখনকার সময়ের মধ্যে কোন মিল নেই। চিঠির জন্য আমিও কত লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। আর বাড়িতে আমার মা অধীর আগ্রহে অপেক্ষা করতেন চিঠিতে কী লিখেছেন বাবা তা দেখার জন্য।

গ্রাম বাংলার চিরচায়িত দৃশ্য এখন আর চোখে পড়ে না। চিঠি নাম লিখিয়েছে ইতিহাসের পাতায়। হারিয়ে গেছে হলুদ খামের চিঠির যুগ। চিঠির সঙ্গে হারিয়ে গেছে এক সময়ের জনপ্রিয় খোলা ডাক বা পোস্টকার্ডও।

বিয়ানীবাজার উপজেলার ডাক পিয়ন রুনু বিহারী চন্দ বলেন আমি যখন আগে চিঠি নিয়ে যেতাম মানুষ আমাকে দেখলেই তার নিজের কোন চিঠি আছে কী না জিজ্ঞেস করতো। দৌড় দিয়ে কাছে আসতো চিঠি নেওয়ার জন্য। আর এখন খুজে খুজে অফিশিয়াল কোন চিঠি থাকলে গিয়ে নিয়ে দিতে হয়।

মনের ভাব বিনিময়ের জন্য চিঠি ও পোস্টকার্ড হরহামেশা ব্যবহার হলেও নতুন প্রজন্মের অনেকেই জানেনা এক সময়ের জনপ্রিয় যোগাযোগের মাধ্যমটি।

ইতোমধ্যে পুরনো জৌলুস হারাতে বসেছে ডাক বিভাগ। সময়ের স্রোতে বদলে যাচ্ছে মানুষের জীবনমান। সেই সাথে চিঠি লেখার জায়গাটি এখন দখল করেছে মোবাইল ফোনের ক্ষুদে বার্তা, ইমেইল, টুইটার বা ফেসবুকের চ্যাটিং।

বিয়ানীবাজার উপজেলা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার হরিমহন সিনহা বলেন এখন ব্যক্তিগত চিঠি আদান-প্রদান নেই বললেই চলে। শুধু মাত্র অফিশিয়াল কাজে কিছু চিঠির ব্যাবহার হয়। একটা সময় চিঠি পাঠানোর জন্য সাধারণ মানুষের লম্বা লাইন থাকতো পোষ্ট অফিসে। কালের বিবর্তনে তা আজ হারিয়ে গেছে। মানুষ ডিজিটাল সিস্টেমের উপরই নির্ভরশীল হয়ে পড়েছে বেশী।

Back to top button